News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্য গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-09, 11:58pm

17816a19f24d7f363dad7ccfdd2d6c6e4dcfd33d2103562b-4d5c940200da171177a90fb9579dc2d61725904723.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। দুজনকেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের এসপি জাকির হোসেন।

গ্রেফতার দুজন হলেন: তাজহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এসপি জাকির বলেন, ‘এই দুই সদস্য আগে থেকে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। তাদের গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।’

এদিকে, সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই পুলিশ সদস্যকে পিবিআইর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। ডিসি হেডকোয়াটার্সের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৩ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এ ঘটনায় পুলিশ ও আবু সাঈদের পরিবার আলাদ দুটি মামলা করেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।