News update
  • Tarique condemns disrespect to Asif Nazrul on foreign soil     |     
  • 17-year-old girl raped in Mirsarai; prime accused arrested     |     
  • Journalist injured in attack in Khulna’s Rupsa     |     
  • Rooppur NPP: Start-up Standby Boiler Room starts functioning     |     
  • “Myanmar's conflict-torn Rakhine state could face acute famine”     |     

সাফ শিরোপা বিজয়ী নারী দলকে তারেক রহমানের অভিনন্দন

বাসস খবর 2024-10-31, 7:47am

eeryeryty-e85e63fd66f2333a7b1ee26fcdec41b11730339386.jpg




সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বুধবার (৩০ অক্টোবর) রাতে তিনি এ অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। আজ আবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখলো লাল-সবুজের অদম্য মেয়েরা।

তিনি বলেন, এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত-দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরও উন্নতি করবে। পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরও গঠনমূলক ভূমিকা রাখবেন।

অপর এক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।