News update
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     
  • Malaysia Rolls Out Red Carpet for Prof Yunus      |     

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-04, 8:27am

img_20250104_082632-0d3290380f51f76350923e41737f878d1735957672.jpg




পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে যানবাহনের চালক-যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন।

তিনি জানান, শুক্রবার পদ্মা নদীতে কুয়াশা বেড়ে রাত ১১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে মতিউর রহমান নামের ফেরিটি আটকা পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছেঠ।

অপরদিকে, যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে খান জাহান আলী ও কিষানি নামের দুটি ফেরি নোঙর করেছে। পরে রাত সাড়ে ১১টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।