News update
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     
  • BB to appoint administrators to merge troubled Islami banks     |     
  • Bangladesh Bank allows loan rescheduling for up to 10 years     |     
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     

নৌকায় চড়ে মানতা সম্প্রদায়ের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

খবর 2025-01-13, 11:54pm

kalapara-uno-distributing-blankets-among-the-members-of-the-manata-community-on-monday-dcf52a23a3d56cd393d6cfd2287c3e2a1736790863.jpg

Kalapara UNO distributing blankets among the members of the Manata Community on Monday.



পটুয়াখালী: তীব্র শীতে নদীর মাঝে নৌকায় বসবাসকারী মানতা সম্প্রদায়ের অর্ধশতাধিক মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও। সোমবার সকাল  ১০টায় পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে নৌকা নিয়ে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন কলাপাড়া ইউএনও মো.  রবিউল ইসলাম। এসময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.  মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।

মানতা  সম্প্রদায়ের  জোসনা বেগম (৪৮) জানান, প্রচন্ড শীতে পোলাপান লইয়া নদীতে থাকতে হয়, তখন  অনেক কষ্ট করতে হয়। আজকে  কম্বল  পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। 

মানতা সম্প্রদায় সরদার ওমর আলী জানান, গরম কাপড় কেনার টাকা পয়সা আমাদের কাছে নেই। উপজেলা প্রশাসন থেকে আমাদের কম্বল দিয়েছে। কিছুটা হলেও শীতের কষ্ট কম হবে। তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। 

কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, নদীতে বসবাসকারী মানতা সম্প্রদায়ের মাঝে অর্ধশতা কম্বল বিতরণ করেছি। এছাড়া  উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানা, অসহায় হতদরিদ্রের মাঝ কম্বল দিয়েছি । আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে। - গোফরান পলাশ