News update
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     
  • Slow bundh construction leaves Sunamganj’s Haor farmers on edge     |     
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     

অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা  

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-10, 5:33pm

jhgjyjhjmh-e9130fdd5b71a142d503404a846a27ed1739187191.jpg




স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কি না, তা বিবেচনা করা হবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন। 

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকেও সবাইকে সচেতন হতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

দেশে সারের সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবারাহ বেশি থাকায় রমজানে জিনিস পত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।আরটিভি