News update
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     

চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে একমত ঢাকা-দিল্লি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-17, 7:17am

ertwerqrq3-c8f0a76f9eb8231a021df32e1fdd8de41739755038.jpg




দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে চ্যালেঞ্জগুলো দেখা দিয়েছে, সেগুলো মোকাবিলায় কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত।

ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়।

বৈঠকে যার যার পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্কে দেখা দেওয়া চ্যালেঞ্জগুলো দূর করতে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা-দিল্লি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্বও তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন।

এ ছাড়া উভয় পক্ষই আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে বলে আশা করেন।

এদিকে, তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগা‌যোগমাধ্যম এক্স হ‌্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রা‌ধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটা দ্বিতীয় বৈঠক। 

এর আগে, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তারা। আরটিভি