অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত দেড় দশকে নবীজীর উম্মতের ওপর আওয়ামী লীগ যে নিপীড়ন চালিয়েছিল, তার বিরুদ্ধে সুফিদের লড়াই প্রশংসনীয় ছিল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে জাতীয় সুফি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুফিরা যেমন এদেশে জঙ্গল সাফ করে মসজিদ বানিয়েছেন, একই সঙ্গে তারা বিভিন্ন অনিয়মের সঙ্গে লড়াই সংগ্রামও করেছেন এবং করবেন বলে মনে করেন মাহফজু আলম। এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।
মাজার ও খানকার পক্ষে নিজের অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, আগামীতে যাতে এমন জায়গায় ধ্বংসের ঘটনা না ঘটে সেই ব্যাপারে লক্ষ্য রাখার আহ্বান জানান সকলের কাছে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, এই সংগঠনটি সুফি লেবাস ধারণ করে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। যা আমরা দেখতে পেয়েছি।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। আরটিভি