News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

দেশের অনিষ্ট হয়, এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না: প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-05-25, 10:12pm

7ab891ebd6245c024494aff4f4a81c9427831c592f3f7815-46e86aa64a982145de5d914f0e37955a1748189558.jpg




প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি যতদিন দায়িত্বে আছেন, দেশের অনিষ্ট হয়, এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না।

রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

নেতাদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন,আমি যতদিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

ড. ইউনূস বলেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐক্যমত থাকতে হবে।

তিনি বলেন, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে। 

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বইরে তৈরি হয়েছে যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই। সময়।