News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

গুমের ঘটনায় চলমান তদন্তে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-17, 5:53am

5bca77e0a9b4d51054cae0405d5b389c1631f338a32f18d2-527a0d4615ba8cbba26e1d07f51f2c311750118005.jpg




গত দেড় দশকে বাংলাদেশে বলপূর্বক গুমের ঘটনায় চলমান তদন্তে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ সফররত জাতিসংঘের বলপূর্বক গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা ও গ্রুপের সদস্য আনা লোরেনা ডেলগাডিলো পেরেজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে ড. ইউনূস এই আহ্বান জানান।

তিনি বলেন, গুমের ঘটনার রহস্য উন্মোচনে চলমান তদন্তে জাতিসংঘের সহায়তাকে স্বাগত জানাবে বাংলাদেশ।

জাতিসংঘের কর্মকর্তারা জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন।

প্রধান উপদেষ্টা এসময় তাদের জানান, কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।

এসময় বারানোস্কা প্রধান উপদেষ্টাকে জানান, তারা ঢাকার বাইরেও গুম বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।