News update
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     
  • Israeli crimes Continue: 27 Children Killed Daily in Gaza      |     

জুলাই শহীদ দিবস: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-16, 9:38am

8132dbf4d7071b348e7be6fcd76dd86d5d6f3ed6f1f6f8fc-2528891b09f096dd1e32382afee98e671752637082.jpg




‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এদিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এদিন শহীদদের মাগফেরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উল্লিখিত দিবসটি উপলক্ষে শুধু এ বছরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

এর আগে মন্ত্রিসভায় এ দিনটিকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছিল।

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই পুলিশের আবু সাঈদ, ওয়াসিমসহ ৬ শহীদের রক্তে রঞ্জিত হয় স্বাধীন দেশের রাজপথ।