News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

৫ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন ২ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-22, 6:40pm

8237321153252558baa8007012e97f76f39566edd6cede7a-0a45922fd600802b34703d909a9ba50e1753188049.jpg




পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর বিশেষ নিরাপত্তায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। পরে বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে তারা ক্যাম্পাস অবরুদ্ধ ভবন থেকে বের হন। 

সরেজমিনে দেখা গেছে, দুই উপদেষ্টা ক্যাম্পাসে প্রবেশ করে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে অবস্থান নেন।

ওই কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধিকে ভেতরে নেয়া হয়। খবর পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন। তারা ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উদ্ধার, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। আইডি কার্ডে জরুরি যোগাযোগ নম্বর ও রক্তের গ্রুপ ছিল না, সংকীর্ণ গেটের কারণে দেরি হয়েছে জরুরি সেবাদানও—এমন নানা অভিযোগ ছিল তাদের মুখে। পরে বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কিছুটা প্রশমিত হলে পুলিশি নিরাপত্তায় উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার ভবন ত্যাগ করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসা নিচ্ছেন।