News update
  • UK Pledges Aid to Support Rohingya Refugees and Host Communities     |     
  • Investors and Officials Challenge Elon Musk’s $1 Trillion Pay     |     
  • Global Protests Erupt Over Israeli Blockade of Gaza Flotilla     |     
  • Dhaka’s air quality recorded moderate Friday morning     |     
  • Nabaganga River erodes homesteads in Par Bishnupur, Narial      |     

ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো অবরোধ, ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-09-10, 12:13pm

sretewt-afde67b1bc2fc3a93a5dcee29a1fcf501757484826.jpg




ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কে আটকে আছে দূরপাল্লার অসংখ্য যানবাহন, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবরোধ শুরু হয়। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে আন্দোলনকারীরা মহাসড়কে সামিয়ানা টানিয়ে অবস্থান নেন।

অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

এলাকাবাসীর অভিযোগ, আগে ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে তারা টানা আন্দোলন করছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। এলাকাবাসী জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না। এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব?

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল আসিফ ইকবাল জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের ৪টি পয়েন্টে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা চলছে। যদি কোনো প্রকারের ভাঙচুর, বিশৃঙ্খলার চেষ্টা চালানো হয় তবে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের এখতিয়ারে নেই। তাদের দাবি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় এর আগেও কয়েক দফা সড়ক অবরোধ হয়েছে। নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও এর জবাব না মেলায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট করা হয়। তবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগেই জানিয়েছেন, আইন অনুযায়ী আসনের সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না।