News update
  • Korail slum families lose everything to devastating fire     |     
  • Recovered gold not only Hasina’s, but also family members’, says ACC     |     
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 4:23pm




সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে সিলেট নগরীর রায়নগর এলাকায় পারিবারিক কবরস্থানে বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

রোববার (১ মে) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল মাল আবদুল মুহিতের। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তথ্য সূত্র আরটিভি নিউজ।