News update
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     

টেস্ট র‌্যাংকিং: শীর্ষ স্থান আরো সংহত করলো অস্ট্রেলিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 12:04am

image-40721-1651664701-4ed2ffe7399de59927087c6d0ac83e7e1651687491.jpg




আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান আরো  সংহত করেছে  অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে ১২৮ রেটিং নিয়ে শীর্ষেই আছে অসিরা। অ্যাশেজের পর সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়া। সেই সুবাদে শীর্ষস্থান আরও সুসংহত করেছে  তারা।
অস্ট্রেলিয়ার পরই ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে  আছে ভারত। এরপর যথাক্রমে আছে- নিউজিল্যান্ড (১১১), দক্ষিণ আফ্রিকা (১১০), পাকিস্তান (৯৩), ইংল্যান্ড (৮৮), শ্রীলংকা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। নবমস্থানে আছে বাংলাদেশ। তাদের রেটিং ৫১।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়। তথ্য সূত্র বাসস।