ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে বৃহস্পতিবার রুশ ধনকুবেরের আরেকটি প্রমোদতরী আটক করা হয়েছে।
বিচার বিভাগ বলেছে যুক্তরাষ্ট্রের অনুরোধে, ফিজিয়ান কর্মকর্তারা সুলেমান কেরিমভের ৩০০ মিলিয়ন ডলারের একটি প্রমোদতরী আটক করে। কর্মকর্তারা বলছেন, প্রমোদতরীটি ফিজির লাউতোকায় রয়েছে।
কেরিমোভের প্রমোদতরীটি, কেম্যান দ্বীপ-পতাকাযুক্ত আমাদিয়া, মেক্সিকো থেকে এসে গত মাস থেকে ফিজিতে রয়েছে বলে জানা গেছে। আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন যে জাহাজটি অন্য এক ধনকুবেরের।
সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার তৎপরতার জন্য ২০১৪ এবং ২০১৮ সালে কেরিমভকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নও তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্চ মাসে, যুক্তরাষ্ট্রের সরকার ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রতিক্রিয়ার অংশ হিসাবে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারকে সমর্থনকারী ধনী রাশিয়ানদের সম্পদ সনাক্ত এবং বাজেয়াপ্ত করার জন্য একটি ব্যাপক প্রচেষ্টার কথা ঘোষণা করে।
বিচার বিভাগের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগটিকে টাস্ক ফোর্স ক্লেপ্টোক্যাপচার বলা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন যে "রাশিয়ার শাসনকে সক্ষম করে অপরাধীদের এমন সম্পদ লুকানোর কোনও জায়গা নেই।" তিনি আরও বলেন, "আমরা ইউক্রেনে যারা মৃত্যু ও ধ্বংসে সহায়তা দিচ্ছে , তাদের জবাবদিহি করার জন্য বিচার বিভাগ আমাদের প্রচেষ্টায় নিরলস থাকবে।" তথ্য সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা।