News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

চীনে থালাবাসন বাজিয়ে লকডাউনের প্রতিবাদ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-06, 7:24am




চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের মানুষ এখন লকডাউনে বন্দি৷ তবে করোনা রুখতে সরকারের এই কঠোর পদক্ষেপ মানতে পারছেন না নগরবাসী৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হতাশা, ক্ষোভ আর প্রতিবাদের বিভিন্ন ধরনের ভিডিও৷আবার করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে৷ নতুন করে প্রাদূর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ‘জিরো কোভিড' নীতিতে ফিরে গেছে সে দেশের প্রশাসন৷ দুই কোটি ৬০ লাখ মানুষের শহর সাংহাইতেও তাই নেমে এসেছে কঠোর লকডাউনের বিধিনিষেধ৷ ঘরের বাইরে যেতে পারছেন না কেউ৷ কারো করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে তাকে৷ সবার খাবার এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার৷ কিন্তু সে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠছে প্রায় নিয়মিত৷ পর্যাপ্ত খাবার এবং জরুরি চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট মানুষ তাই নানাভাবে তুলছেন মুক্তির দাবি, স্বাধীন জীবনে ফিরে যাওয়ার অধিকারের দাবি৷ সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও নানাভাবে মনের ক্ষোভ প্রকাশ করছেন তারা৷
সাংহাইয়ে সামরিক বাহিনীর চিকিৎসক দলের সদস্য ও অন্যান্য শহর থেকে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে৷
জনবহুল শহরের প্রযুক্তিবান্ধব জনগণের ছড়িয়ে দেয়া ভিডিও দেখামাত্র সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্ট করছে প্রশাসন৷ তারপরও ছড়িয়ে পড়ছে নতুন নতুন ভিডিও৷ চোখের পলকে ভাইরালও হচ্ছে সেগুলো৷ 
দুই ধাপের লকডাউনের শেষ পর্যায়ে প্রবেশ করেছে চীনের সাংহাই৷ চলছে ব্যাপক হারে পরীক্ষা আর কড়াকড়ি৷ 
আবাসিক এলাকাগুলোতে বাসিন্দাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে৷ একটি এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়েছে৷ 
আবাসিক এলাকাগুলোতে বাসিন্দাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে৷ একটি এলাকার পরীক্ষা কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়েছে৷
কেনাকাটার জন্য নাগরিকদের দেখাতে হচ্ছে টিকার সনদ৷ এক মোটরসাইকেল আরোহীকে মোবাইলে টিকার কিউআর কোড দেখিয়ে খাবার নিতে দেখা যাচ্ছে৷ 
কেনাকাটার জন্য নাগরিকদের দেখাতে হচ্ছে টিকার সনদ৷ এক মোটরসাইকেল আরোহীকে মোবাইলে টিকার কিউআর কোড দেখিয়ে খাবার নিতে দেখা যাচ্ছে৷
শুধু করোনা পরীক্ষা আর টিকা নয়, করোনামুক্ত করতে ছিটানো হচ্ছে জীবাণুনাশকও৷ ছবিতে একটি ভবনের সামনের রাস্তায় এক কর্মীকে জীবাণুনাশক ছিটাতে দেখা যাচ্ছে৷
শুধু করোনা পরীক্ষা আর টিকা নয়, করোনামুক্ত করতে ছিটানো হচ্ছে জীবাণুনাশকও৷ ছবিতে একটি ভবনের সামনের রাস্তায় এক কর্মীকে জীবাণুনাশক ছিটাতে দেখা যাচ্ছে৷
বিভিন্ন এলাকায় চলাচলে দেয়া হচ্ছে নিষেধাজ্ঞা৷ তা নিশ্চিত করতেই তোলা হয়েছে এমন সাময়িক দেয়াল৷
দ্বিতীয় ধাপের লকডাউনের আগেই বিভিন্ন এলাকায় খাবারের ব্যবস্থা করতে দেখা যায়৷ একটি আবাসিক কমপাউন্ডের সামনে বাসিন্দাদের জন্য রাখা হয়েছে সবজিভর্তি ব্যাগ৷ দ্বিতীয় ধাপের লকডাউনের আগেই বিভিন্ন এলাকায় খাবারের ব্যবস্থা করতে দেখা যায়৷ একটি আবাসিক কমপাউন্ডের সামনে বাসিন্দাদের জন্য রাখা হয়েছে সবজিভর্তি ব্যাগ৷
নাগরিকরা লকডাউন মানছেন কীনা তা দেখতে তৎপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী৷ শুধু টহল নয় এ কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন৷ পিপিই পরিহিত দুই পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে ড্রোন উড়ানোর আগ মুহূর্তে৷ 
নাগরিকরা লকডাউন মানছেন কীনা তা দেখতে তৎপর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী৷ শুধু টহল নয় এ কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন৷ পিপিই পরিহিত দুই পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে ড্রোন উড়ানোর আগ মুহূর্তে৷
লকডাউনে বন্দিজীবন কাটাতে হচ্ছে শিশুদের৷ বাড়ির সামনে তাদের নিয়ে বের হয়েছেন এক অভিভাবক৷ তবে তাদের মুখেও আছে মাস্ক৷
কাজে যোগ দিতে জরুরি কর্মীদের নিউক্লিক এসিড টেস্টিং করতে হচ্ছে৷ এজন্য বিভিন্ন স্থানে খোলা হয়েছে অস্থায়ী পরীক্ষাকেন্দ্র৷
এক ভিডিওতে এক নারীকে দেখা যায় লাউড স্পিকারে সবার প্রতি প্রতিবাদ না করার আহ্বান জানাতে৷ তিনি বলছিলেন, ‘‘সাংহাইতে লকডাউন দেয়ার বিষয়টি আসলে বহিঃশক্তির ষড়যন্ত্র৷ আশা করি সবাই ভুল আর ঠিক কাজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন এবং তা বুঝে ঠিক উপায়ে সঠিক দাবিগুলো জানাবেন৷''
‘ভয়েস অফ এপ্রিল' শিরোনামে একটা অডিও-ও ভাইরাল হয়েছে৷ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তা কর্তৃপক্ষ সরিয়ে নিলেও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তা এখানো ভেসে বেড়াচ্ছে৷ অডিওতে শোনা যায়, বাবা-মায়ের কাছ থেকে সরিয়ে নেয়া এক শিশুর কান্না আর অনেক মানুষের কণ্ঠে পর্যাপ্ত খাদ্য সরবরাহ এবং চিকিৎসাসেবার দাবি৷
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন সাংহাইয়ের এক এলাকার মানুষ৷ জানালা দিয়ে মুখ বাড়িয়ে থালাবাসনসহ রান্নার নানা সামগ্রী বাজাতে বাজাতে তারা বলছিলেন, ‘‘আমাকে আমার স্বাধীনতা ফিরিয়ে দিন৷'' তথ্য সূত্র: ডয়চে ভেলে বাংলা।