সিরি এ লিগের অবনমন বলয় থেকে বেরিয়ে এসেছে সালেরনিতানা। গতকাল অনুষ্ঠিত লিগ ম্যাচে তারা ভেনেজিয়াকে ২-১ গোলে পরাজিত করে নিরপাদ স্থানে পৌঁছে যায়।
ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় সালেরনিতানা। ডেভিড নিকোলাসের দলের হয়ে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো বোনাজ্জোলি। তবে বিরতির পর ৫৮ মিনিটে তলানির দল ভেনেজিয়ার হয়ে গোলটি পরিশোধ করে দেন থমাস হেনরি।
শেষ পর্যন্ত সালেরনিতানার হয়ে জয়সুচক গোল করেন বদলী হিসেবে মাঠে আসা সিমোন ভার্ডি। ৬৭তম মিনিটে জয়সুচক গোলটি করেন তিনি। এ জয়ের ফলে অবনমনের চোখ রাঙ্গানি থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে গেছে সালেরনিতানা। সেই সঙ্গে দলটি অপরাজিত থাকার ধারাকে টেনে নিয়ে গেল ৫ ম্যাচে। যার মধ্যে ৪টিতেই জয়লাভ করেছে তারা। এই জয়ের ফলে ভেনেজিয়ার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান রচনা করেছে সালেরনিতানা।
শেষ মুহুর্তের এই অগ্রাভিযান শুরুর আগে মৌসুম জুড়েই সিরি এ লিগের পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে ছিল ক্লাবটি। এর মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অবনমনের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ক্লাবকে অলৌকিকভাবে রক্ষা করলেন কোচ নিকোলাস। ৫ বছর আগে ক্রোটনকেও এভাবে রক্ষা করেছিলেন তিনি। ২০১৬/১৭ মৌসুমে শেষভাগে এসে তার অধীনস্ত ক্রোটন শেষ ৯ ম্যাচের ছয়টিতেই জয়লাভ করেছিল। তন্মধ্যে শুধু একটি ম্যাচে পরাজিত হয়েছিল। ফলে অবনমন থেকে মুক্তি পায় ক্লাবটি। তথ্য সূত্র বাসস।