জাতিসংঘের তত্বাবধানে উদ্ধার অভিযান শুরুর পর থেকে প্রায় ৫শ’ বেসামরিক নাগরিককে মারিউপোল শহর এবং এর অবরুদ্ধ আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রে ইয়ারমক এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘আমরা প্রায় ৫শ’ বেসামরিক লোককে সরিয়ে নিতে পেরেছি।’ খবর এএফপি’র।
বিধ্বস্ত নগরীতে আটকে থাকা সকল সামরিক ও বেসামরিকদের রক্ষার জন্য কিয়েভ সব সবকিছু করবে, উল্লেখ করে তিনি বলেন, স্থানান্তর অব্যাহত থাকবে। তথ্য সূত্র বাসস।