News update
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-17, 12:33am

54a7c24e12e2b494938770ca3ff87bf754af0b48cb8a408a-d4342337805354e328b266f5f2db696a1763318031.jpg




পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় উপদেষ্টার বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় উপদেষ্টা রিজওয়ানা বাসায় অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। 

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার। রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। 

এদিকে নাশকতাকারীদের দেখা মাত্র গুলি করার আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। সেনা-পুলিশ-র‌্যাবও আছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।