News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-17, 7:20am

01f704844007e2ca19c87a4192664a75cb60ccae730f16a3-498de1df4bb2c4a09ac9c72bd78753441763342416.jpg




মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ থেকে শুরু করে এনসিপি কার্যালয়ে বোমাবাজি, বাড্ডা ও কেরানীগঞ্জে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী; দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত নয়টা। সিসিটিভি ফুটেজে দেখা য়ায়, হেলমেট পরা এক ব্যক্তি রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা উদ্দেশ করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী ও বোম্ব স্কোয়াডের সদস্যরা।

পুলিশ জানায়, পরিবেশ উপদেষ্টা এ সময় বাসায় ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ডিএমপি নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, পরিবেশ উপদেষ্টার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে মোটরসাইকেলযোগে দুইজন দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও ধরার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

একই সময় বাংলামোটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ। এসময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মোটরসাইকেলে এসে মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এর আগে কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে। এছাড়া ফার্মগেটে রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

অন্যদিকে, মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয়েছে। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করে পালায় দুষ্কৃতিকারীরা।

ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে এক ব্যক্তি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখার নিচ তলায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত আগুন নেভায়। এতে ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

একই রাতে মোটরসাইকেলে এসে কয়েকজন পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এসে গাছ কেটে রাস্তা অবরোধ করলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলে।

রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেন তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিন রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন লোক ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের জানালা ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হয়েছেন। জানা গেছে, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বেলা ১১টায় রায় ঘোষণার জন্য বসবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

নাশকতাকারীদের দেখা মাত্র গুলি করার আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি বলেন, ‘কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দেয়া হয়েছে। এটা আইনে আছে। আমি আইন মেনেই দায়িত্ব পালন করতে বলেছি।’