News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

যুদ্ধবিমানের ‘সম্ভাব্য ক্রয়’ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-01-06, 9:11pm

ewrwerefdf-e0ef35e525a69a38c52ffc23518c29af1767712265.jpg




জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের 'সম্ভাব্য ক্রয়' বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসলামাবাদে এক আলোচনায় অংশ নেন তারা।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমানপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফরকালে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান একটি জ্যেষ্ঠ প্রতিরক্ষা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তাঁর বাংলাদেশি সমকক্ষকে অবহিত করেন। তিনি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে উন্নত ও বিশেষায়িত কোর্স পর্যন্ত পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেন তিনি। এই উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো যুক্ত থাকবে বলেও জানান।

এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল রেকর্ডের প্রশংসা করেন এবং তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানান। তিনি বাংলাদেশের পুরোনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারি সক্ষমতা জোরদারে সহযোগিতা চান।

পাকিস্তানের আইএসপিআর জানায়, বৈঠকে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পরিদর্শন করে।

এই সফরের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি আবারও উঠে আসে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ আগ্রহের দিকটিও উঠে আসে।

চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ–১৭ থান্ডার একটি বহুমুখী যুদ্ধবিমান। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে সংঘর্ষে এর যুদ্ধসক্ষমতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।