News update
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     
  • Spinning sector seeks urgent govt step to prevent collapse     |     

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 9:55pm




মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি বিশ্বপ্রযুক্তির টেক জায়ান্ট মাইক্রোসফট টিমের মতবিনিময় হয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল তিনি মাইক্রোসফট এর কার্যক্রমও পরিদর্শন করেন। এসময় তিনি টেক জায়ান্টের হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।
মাইক্রোসফট টিমের ঊর্দ্ধতন কর্মকর্তারা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগসমূহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা এবং এসংক্রান্ত জটিলতা প্রতিমন্ত্রীকে অবহিত করেন ৷
এসময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীগণ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র বাসস।