News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-15, 4:31pm




গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। 
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টায় অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ-দিকে যাবার সময় সাইমন্ডসের গাড়িটি উল্টে যায়। আর সেখানেই মৃত্যুবরণ করে সাইমন্ডস।
সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার টুইটারে লিখেছেন, ‘সে বড় শট নিয়ে ভক্তদের বিনোদন দিতো। অনেকটা আগের কালের ক্রিকেটার ছিল সে।’
অস্ট্রেলিয়ার বড় বড় অনেক সাফল্যে সাইমন্ডসের সাথে অবদান ছিলো এডাম গিলক্রিস্টের। সেই গিলি টুইটে লিখেছেন, ‘এটি সত্যিই কষ্টদায়ক।’
সাইমন্ডসের আরেক সতীর্থ সাবেক পেসার জেসন গিলেস্পি লিখেছেন, ‘ঘুম থেকে উঠার পর ভয়াবহ খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা মাইকেল বেভান টুইটারে লিখেছেন, ‘হৃদয় বিদারক। আরেক নায়ককে হারালো অসি ক্রিকেট। আমি হতবাক। ২০০৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও বিস্ময়কর প্রতিভা ছিল তার।’
শুধুমাত্র সাইমন্ডসের স্বদেশী ক্রিকেটাররাই নয়, ভারত-পাকিস্তানের খেলোয়াড়রাও শোক বার্তা দিয়েছেন। 
২০০৮ সালে এক টেস্টে ভারতের স্পিনার হরভজন সিংয়ের সাথে বির্তকে জড়িয়ে ছিলেন সাইমন্ডস। যা এখনও ভুলেনি বিশ^ ক্রিকেট। স্লেজিং-পাল্টা স্লেজিংয়ে মাঙ্কিগেট বিতর্কের জন্ম দেন সাইমন্ডস-হরভজন।
টুইট করে হরভজন লিখেছেন, ‘সাইমন্ডসের মৃত্যুতে আমি হতভম্ব। খুব তাড়াতাড়ি চলে গেলে। তার পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের মৃত্যুর সংবাদ শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা।’ তথ্য সূত্র বাসস।