দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট, ইউন সং-নিয়োল আরও একবার উত্তর কোরিয়ার জন্য সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, তার দেশ তাদের প্রতিবেশীদের কোভিড-১৯’এর ব্যাপক মাত্রার বিস্তার মোকাবিলায় সাহায্য করার জন্য সাধ্যমত সব কিছু করবে।
জাতীয় সংসদে তার সর্বপ্রথম বাজেট বক্তব্য দেয়ার সময় ইউন সং-নিয়োল সোমবার এই প্রস্তাব দেন।
ইউন বলেন, “উত্তর কোরিয়ার কর্তৃপক্ষগুলো গ্রহণ করলে, আমরা টিকা সহ ওষুধপত্র, চিকিৎসা যন্ত্রপাতি এবং স্বাস্থ্যসেবা কর্মীর মত যেকোন প্রয়োজনীয় সাহায্য দিতে কার্পণ্য করবো না”।
তিনি এও বলেন, সউল চলমান উত্তেজনা সত্ত্বেও পিয়ংইয়াং’এর প্রয়োজন হওয়া অন্য যেকোন মানবিক সাহায্যও প্রদান করবে।
উত্তর কোরিয়া অবশ্য ইউনের বক্তব্য বা করোনা মহামারীর জন্য তার সাহায্যের প্রস্তাবের প্রতি এখনও কোন সাড়া দেয়নি। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।