News update
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     
  • Bangladesh Sees $2.75 b in Remittance Inflow in April     |     
  • ADB Expands Food Security Support in Asia-Pacific by $26 b     |     
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     

কিউবা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-17, 3:10pm

image-42192-1652768687-cdb896ddcc6be86a080e03a17a2389841652778629.jpg




যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় কিউবায় ভ্রমণের ওপর যে নিষেধজ্ঞা আরোপ করা হয়েছিল তা শিথিল করছে দেশটি। একইসঙ্গে উভয় দেশের পরিবারগুলোর মধ্যে রেমিটেন্স আদান-প্রদানের বিষয়টিও শিথিল করছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কিউবার জনগণ নজিরবিহীন মানবিক সংকট মোকাবেলা করছে। দমন এবং অর্থনৈতিক দুর্ভোগমুক্ত ভবিষ্যত সৃষ্টিতে সহযোগিতার জন্য কিউবার জনগণের ক্ষমতায়নের ওপর নজর দেয়াই আমাদের নীতির লক্ষ্য।
যুক্তরাষ্ট্র হাভানা কনস্যুলেটে ভিসার ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করে সেখান থেকে অধিকহারে ভিসা ইস্যু করবে।
যদিও  গায়ানার মার্কিন দূতাবাস থেকেই বেশিরভাগ ভিসা ইস্যু করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, দুদেশের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ বাড়ানো হবে। এছাড়া ইন্টারনেট সেবা সম্প্রসারণসহ রেমিটেন্সের ওপর নিষোজ্ঞাও শিথিল করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নির্দিষ্ট গ্রুপ ভিজিট অনুমোদন করা হবে, যা বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ টুইট করে বলেছেন, সঠিক পথের এটি একটি ছোট্ট পদক্ষেপ মাত্র।
তিনি জোর দিয়ে বলেন, ১৯৬২ সাল থেকে যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এ পদক্ষেপে তার খুব একটা পরিবর্তন হবে না। তথ্য সূত্র বাসস।