News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে উ.কোরিয়া : সিউল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-19, 4:50pm




উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর আইনপ্রণেতা হা তায়ি-কিউং সাংবাদিকদের বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া সত্ত্বেও তারা ‘একটি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কাজ শেষ করেছে এবং তারা কেবলমাত্র উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে।’ তথ্য সূত্র বাসস।