dead body
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ন্যায্য মূল্যের চাল আনতে গিয়ে আয়শা বেগম (৮৫) নামে এক হত দরিদ্র বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী পৌরশহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পৌর শহরের কলেজ রোড এলাকার ওএমএস ডিলারের ঘর থেকে ন্যায্য মূল্যের চাল কিনতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ান বৃদ্ধা আয়েশা বেগম। এতে একসময় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা আয়েশা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধার ছেলে মো. বাচ্চু হাওলাদার জানান, ৩০ টাকা কেজি মূল্যের চাল আনতে গিয়ে প্রচন্ড ঠেলাঠেলির কারনে অসুস্থ হয়ে পড়ায় মাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। - গোফরান পলাশ