News update
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     
  • Army, Navy, Air Chiefs Visit Khaleda Zia at Dhaka Hospital     |     
  • EU, BDRCS, IFRC Partner to Strengthen Recovery of July Uprising Survivors     |     

খাদ্য আমদানির প্রয়োজন হবে না, রপ্তানির সম্ভাবনা দেখছি : খাদ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-06-03, 9:08pm

resize-350x230x0x0-image-226073-1685802643-abfcda777b0d4a6467654290e7812c781685804936.jpg




খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে। আশা করছি বিদেশ থেকে খাদ্য আমদানির প্রয়োজন হবে না। প্রয়োজন মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানির সম্ভাবনা দেখছি।

শনিবার (৩ জুন) বিকালে বগুড়ার সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) ব্যবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০ থেকে ৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।

তিনি বলেন, সরকার সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শতভাগ চুক্তি হয়েছে। ইতোমধ্যে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খাদ্য নিরাপত্তায় বাধা হয়েছিল। বিরোধী পক্ষগুলো লাখ লাখ মানুষ মারা যাবে বলে অপপ্রচার করেছিল। কিন্তু বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি ও সান্তাহার সিএসডির ব্যবস্থাপক মো. হারুন উর রশীদ। তথ্য সূত্র আরটিভি নিউজ।