News update
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরনে অনিয়মের অভিযোগ

খাদ্য 2024-03-30, 11:57pm

rice-on-sale-at-a-market-in-the-capital-on-monday-da863120a1fb2e55143cd0ccab1ba5e61711821435.jpg

Rice on sale at a market in the Capital.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের বরাদ্ধকৃত চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার বেলা এগারোটায় চেয়ারম্যান হেদায়েত উল্লাহ নিজে উপস্থিত থেকে চাল বিতরণে এ অনিয়ম করেন বলে ভুক্তভোগী জেলেদের অভিযোগ। এসময় অনেক নিবন্ধিত জেলে চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ৮০ কেজির পরিবর্তে ৬৫ থেকে ৭৫ কেজি করে চাল দেয়া হয়েছে বলে অভিযোগ করেন জেলেরা। 

ডালবুগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলে আবু বক্কর সিদ্দিক জানান, 'আমাকে ৮০ কেজি চালের কথা বলে একটা ৫০ কেজি ও একটি ৩০ কেজির বস্তা দেয়া হয়েছে। বাড়ি গিয়ে মেপে দেখি দুই বস্তায় ৬৫ কেজি হয়েছে।' ৭ নম্বর ওয়ার্ডের অপর জেলে জাকির হাওলাদার জানান, 'আমাকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি চাল দেয়া হয়েছে। এরকম আমাদের অনেককেই কম দেয়া হয়েছে।' একই এলাকার জেলে সাইদুল প্যাদার স্ত্রী খাদিজা জানান, 'আমার স্বামী বর্তমানে আলীপুরের আবুল কোম্পানীর ট্রলারে সাগরে রয়েছে। সকাল থেকে এখানে এসে বসে আছি। আজ আমাদের চাল দেয়ার কথা ছিলো। কিন্তু চেয়ারম্যান মেম্বর বলছে আমাদের নাকি চাল দেয়া হবেনা। এখানে অনেক মোটারসাইকেল চালক ও বড় লোকদের চাল দেয়া হয়েছে। যারা জেলে নয় মেম্বর চেয়ারম্যানের আত্মীয় স্বজনদেরও চাল দেয়া হয়েছে।'

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বানোয়াট। আমাদের এবার শতভাগ চাল আসেনি। ৬৫ ভাগ জেলের নামে চাল আসছে। যারা প্রকৃত জেলে তাদেরই চাল দেয়া হচ্ছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, চাল বিতরনে অনিয়মের কোন সুযোগ নেই। কেউ অনিয়ম করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ