News update
  • Trade with Pakistan to be revived: Dr Salehuddin     |     
  • Law enforcers given order to stop attack on shrines: Home Adviser     |     
  • Abu Sayed killing: 2 cops put on 4-day remand     |     
  • Case filed against Hasina, 33 others with ICT over college student Farhan killing     |     
  • Reform Agenda: Prof Yunus seeks Dutch support     |     

বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে কোন পণ্যের দাম কেমন

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-08-26, 12:51pm

dsfdfdsf-a66eaa1fd26efa6cf8742cf3f2e082c71724655098.jpg




কয়েকদিনের বৃষ্টির প্রভার পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। দাম বেড়েছে পেঁয়াজ, মরিচ ও বিভিন্ন সবজির।

সোমবার (২৬ আগস্ট) সকালে বৃষ্টিভেজা কারওয়ানবাজারে গিয়ে দেখা যায়, সরবরাহ সংকটে কমতি ছিল না বেশিরভাগ সবজির দাম। প্রতিটি সবজিই কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

এদিন সর্বনিম্ন এক কেজি সবজি কিনতে হচ্ছে ৪০ টাকা দরে। দু-তিন দিনে ঝাল ও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের। কেজিতে ৪০ টাকা বেড়ে ২০০ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। আর ৫-৭ টাকা বেড়ে দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ১২০ টাকায়।

অন্যদিকে আগের মতোই ব্রয়লার ১৬০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। তবে দাম বেড়ে স্থির রয়েছে চাষ করা মাছের বাজার। সময় সংবাদ