News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম’র যৌথ অভিযানঃ ৪ দোকানে জরিমানা

খাদ্য 2024-09-19, 9:45pm

joint-drive-by-conjumer-rights-protection-department-and-the-chattagran-university-consumers-association-on-thursday-e5706e78b36fb5424c67c768278b7bb81726760745.jpg

Joint drive by Consumer rights protection department and the Chattagram University Consumers Association of Bangladesh youth group on Thursday.



১৯ সেপ্টেম্বর, ২০২৪ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়): আজ দুপুর ১ টায় ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম এর বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ। পাশাপাশি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

ক্যাম্পাসের জিরো পয়েন্টের খাবারের রেস্তোরাঁয়  অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার ও নোংরা খাবার পানি এবং খাবারের মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন জিরো পয়েন্টের ৪ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপপরিচালক ফয়েজুল্লাহ বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসকল ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য আরো অধিক অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতামূলক এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং দোকানদারেরা যদি আবারো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড করে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।” ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বলেন, “ ক্যাম্পাসের বিভিন্ন স্থানের যেমন জিরো পয়েন্ট, লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, ২ নং গেইট এবং রেলক্রসিং এর দোকান সমূহে আমাদের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিতরের যানবাহনের ভাড়া সহ যাবতীয় ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয় সমূহও আমাদের মনিটরিং এর আওতাভুক্ত থাকবে। যে কোনো ধরনের ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” – প্রেস বিজ্ঞপ্তি