News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

ভারত থেকে এলো ১৬ হাজার ৪০০ টন চাল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-02-02, 10:59pm

erwerw-660b990ba3be55e268596a3ea75124eb1738515551.jpg




মোংলা বন্দরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে পৌঁছেছে দুটি বাণিজ্যিক জাহাজ। 

রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান।

জানা যায়, ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে আসা পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’ বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করেছে। ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছে।

এ বিষয়ে উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘শনিবার রাতে জাহাজ দুটি মোংলা বন্দরে নোঙ্গর করে। জাহাজে আসা চালের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে সোমবার থেকে খালাস শুরু হওয়ার কথা রয়েছে।’

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র বলছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। রোববার ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।’

এ দিকে জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বলেন, ভারত থেকে আসা ‘বিএমসি আলফা’ নামের পানামা পতাকাবাহী জাহাজটিতে ৭ হাজার ৭০০ টন এবং থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি সি ফরেস্ট’-এ ৮ হাজার ৭০০ টন চাল রয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আমরা খালাস শুরু করব।

উল্লেখ্য, ২০ জানুয়ারি ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে ৫ হাজার ৭০০ টন চাল এসেছিল মোংলা বন্দরে। যেটি এই দরপত্রের প্রথম চালান ছিল। আরটিভি