News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

বাড়ল সয়াবিন তেলের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-04-13, 11:28pm

cucwuchwh-59e9bd45edca5790a959604bef9c93381744565299.jpg




দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের প্রতি লিটার দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা। নতুন দাম ঘোষণার পর আজ (রোববার) থেকেই তা কার্যকর।

এর আগে, সবশেষে গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২৭ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় দাম নিয়ে আলোচনা হয়। বৈঠকে দর-কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।আরটিভি