News update
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     

সকালে এক কাপ দারুচিনি চা এতো উপকারী আগে জানতেন?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-09-11, 9:27am

eef5c4108e5837a48e4b81da49bb8d0a726e4d34f6ed0980-5ffc42a6051dcd24fc0dd6f165bb88e51757561234.jpg




সকালে দারুচিনি চা খেলে শরীরের জন্য বেশ কিছু উপকার পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে যে অলসতা কাজ করে এই চা খেলে তা অনেকটাই দূর হয়ে যায়।

দেখে নিন সকালে দারুচিনি চায়ের উপকারিতা-

১. ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে

২. দারুচিনি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে পারে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী হতে পারে।

৩. সকালে খালি পেটে বা খাবারের পর হালকা দারুচিনি চা হজমের গন্ডগোল, গ্যাস ও ফাঁপা কমাতে সাহায্য করে।

৪. দারুচিনি মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালোরি বার্ন হতে সুবিধা হয়। নিয়মিত পান করলে বাড়তি মেদ কমাতে ভূমিকা রাখতে পারে।

৫. ইমিউনিটি শক্ত করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরকে সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

৬. হার্টের জন্য ভালো। খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে ও ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে দারুচিনি সহায়ক হতে পারে।

৭. দারুচিনির বিশেষ যৌগ একাগ্রতা, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে।

৮. সকালে এক কাপ দারুচিনি চা ঠান্ডা, সর্দি-কাশি বা হালকা গলা ব্যথা উপশমে কার্যকর।