News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর অভিযান নামছে নৌ পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-09-30, 7:26am

rwereqq-bb136f042662b3fdb9387803b61669751759195567.jpg




মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণসহ সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এই নির্দেশনা দেন।

আসন্ন অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই ২২ দিনের মধ্যে দেশের সকল জলসীমায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সভায় নৌ পুলিশের প্রধান বলেন, মা ইলিশ রক্ষায় সরকার যে কঠোর অবস্থান গ্রহণ করেছে, তা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মকভাবে নিয়োজিত থাকবে। যেসব এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ, সেখানে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করতে হবে। মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে অভিযান পরিচালনা করতে হবে। অবৈধ জাল উদ্ধার প্রক্রিয়াকে বিগত বছরের তুলনায় আরও জোরদার করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না।

নৌ পুলিশ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হবে। সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।আরটিভি