শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন মার্কসপন্থি প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। শোচনীয় পরাজয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন আজ রোববার (২২ সেপ্টেম্বর) অনুঢ়াকে বিজয়ী ঘোষণা করেছে। খবর এএফপি, টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।
শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট গণনা করতে হয়। সে হিসাবে প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন।
চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ৩৮ জন। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রোববার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির এক কোটি ৭১ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭০ শতাংশ ভোটার।