News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

কেন কমলার প্রতি ভারতীয় ভোটারদের সমর্থন কম?

আলজাজিরা গনতন্ত্র 2024-11-02, 9:56am

rtyeryey-deee01557a17e676cd96d8c4cb6ee2f51730519796.jpg

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ছবি: এপি



যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঐতিহ্যগতভাবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভোট পেয়ে থাকে ডেমোক্রেটিক পার্টি। তবে এবার সেই ভোট পুরোপুরি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে যাচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে। অথচ কমলা হ্যারিস নিজেই ভারতীয় বংশোদ্ভূত।

কেন কমলা হ্যারিসের প্রতি ভারতীয় ভোটারদের সমর্থন কম, সে বিষয়টি জরিপে উঠে এসেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইতিহাস গড়বেন কমলা হ্যারিস। তিনি প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট হবেন। নিজ দেশের মধ্যে ট্রাম্পের সঙ্গে জনপ্রিয়তায় সমানে সমান হলেও ইউরোপে হ্যারিসের জনপ্রিয়তা বেশি।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপে দেখা গেছে, ২০২০ সালে জো বাইডেন যে পরিমাণ ভোট পেয়েছিলেন এবার তার চেয়ে কম ভোট পাবেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের মধ্যে ৬১ ভাগ কমলাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

অথচ ভারতীয় বংশোদ্ভূত হয়েও ২০২০ সালে এই হার ছিল ৬৫ শতাংশ। দেশটিতে ৫২ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছে। ভোটার রয়েছেন ২৬ লাখ। এই হার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রয়েছেন মেক্সিকো বংশোদ্ভূত। ২০২০ সালে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ৫৬ শতাংশ ভোটার ছিলেন ডেমোক্র্যাটপন্থি। এবার সেই হার কমে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে।

পেশায় আইনজীবী ভারতীয় বংশোদ্ভূত অর্জুন শেটি বলেন, ‘একজন সন্তান নেবেন কি না সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের নারীরা যেমন সচেতন, তেমনি দক্ষিণ এশীয় নারীরাও সচেতন। তাই নারীদের সমর্থন কমলা হ্যারিস পাচ্ছেন। তবে ছেলেদের ক্ষেত্রে পার্থক্য তৈরি হচ্ছে ভিন্ন জায়গায়। যুক্তরাষ্ট্রের অবস্থানরত দক্ষিণ এশীয় পুরুষেরা চান, সীমান্ত নীতি আরও কঠোর হোক এবং কর বিষয়ক বিভিন্ন বিধিও সংশোধন হোক। আর এটা ট্রাম্পের নীতির সঙ্গে যায়।’

কমলাকে বেছে না নেয়ার আরেকটি কারণ হলো তাকে আফ্রিকান আমেরিকান হিসেবে বিবেচনা করা। তিনিও নিজেকে এই হিসেবেই তুলে ধরেছেন। ফলে ভারতীয় বংশোদ্ভূতরা তাকে ততটা আপন ভাবতে পারছেন না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এছাড়া ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের রিপাবলিকান পার্টিতে আনতে প্রভাব রাখছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিক্কি হ্যালি, বিবেক রামাস্বামী এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স।

অন্যদিকে ভারতীয়দের সমর্থন টানতে চেষ্টা করছেন ট্রাম্প। এরই মধ্যে তিনি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে হিন্দুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। দিওয়ালি উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।