News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

সাংবাদিক মিরনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

গ্ণমাধ্যম 2025-02-06, 11:49pm

a-human-chain-was-formed-near-tghe-mohipur-press-club-in-protest-against-attack-on-journalist-miran-on-thursday-6-feb-2025-3907da0cd3113185c506c6c8a78f22a61738864190.jpg

A human chain was formed near tghe Mohipur Press Club in protest against attack on journalist Miran on Thursday 6 Feb 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাভিশনের সাংবাদিক মো. জহিরুল ইসলাম মিরনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে  বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী  সড়কে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, সাংবাদিক অমল মূখার্জী, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,  মহিপুর থানা বিএনপি'র সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ সহ নেতৃবৃন্দ।

বক্তারা,অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য,  মংগলবার রাতে  সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কতিপয় দূর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে কুয়াকাটায় তাঁর বাসার সামনে ফেলে রাখে। বর্তমানে সে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরন বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক। - গোফরান পলাশ