News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ‘সিইজিএ রিপোর্ট’ প্রকাশিত

ওয়াং হাইমান ঊর্মি জলবায়ু 2022-11-19, 11:16pm




সম্প্রতি মিসরের শারম এল শেখে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-২৭) ‘প্রকৃতি-ভিত্তিক সমাধান  প্রস্তাবে’র ভিত্তিতে ‘জলবায়ু ও জীব-বৈচিত্র্যের সহযোগিতামূলক ব্যবস্থাপনা’ শীর্ষক অধিবেশনে পরিবেশ রক্ষায় পৃষ্ঠপোষক ওয়েবসাইট সিইজিএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

সিইজিএ-এর নির্বাহী পরিচালক চাং রুই ইং প্রতিবেদন প্রকাশকালে বলেন, প্রাসঙ্গিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিইজিএ সদস্যদের অভিযোজন কর্মের জন্য তাদের তহবিল সরবরাহ জোরদার করতে হবে, অভিযোজনের জন্য তহবিল বাড়াতে হবে এবং অভিযোজন ক্ষমতা ও জ্ঞানের উন্নয়ন করতে হবে।

২০২১ সালে সিইজিএ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-বিষয়ক সম্মেলনে (কপ-২৬) জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য তহবিল কৌশলের উপর’ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল। পরিবেশ রক্ষায় পৃষ্ঠপোষকদের বৈজ্ঞানিক বিষয়বস্তু এবং সমর্থনমূলক কৌশল প্রদান করা ছিল তার লক্ষ্য।

চাং রুই ইং আশা করেন যে এবারের প্রতিবেদনটি  সিইজিএ সদস্যদের এবং অন্যান্য পরিবেশ উন্নয়ন সংস্থাগুলোকে সমস্যা-ভিত্তিক, আরও দূরদর্শী এবং নেতৃস্থানীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন তহবিল গড়ে তুলতে সহায়তা করবে। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)