News update
  • Guterres welcomes India-Pakistan ceasefire     |     
  • China now favourite higher edu destination for BD students      |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Sunday morning     |     
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     

উদ্ধার হওয়া সেই নীলগাইটি বঙ্গবন্ধু সাফারি পার্কে

গ্রীণওয়াচ ডেক্স error 2023-11-18, 8:12pm

image-248443-1700312170-c6905b0967274b4e382acfc563fce2721700316754.jpg




ঠাকুরগাঁও থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় সেই স্ত্রী নীলগাইটি ঠাঁই পেয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

শনিবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে নীলগাইটিকে পার্কের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন পর্যায় শেষ হওয়ার পর এটিকে সাধারণ বেষ্টনীতে উন্মুক্ত করে দেয়া হবে।

সম্প্রতি নীলগাইটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভারতের সীমানাঘেঁষা ফকিরভিটা গ্রামে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। ধরা পড়ার সময় এর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। শারীরিকভাবেও কিছুটা দুর্বল ছিল।

এসব তথ্য নিশ্চিত করে পার্ক কর্তৃপক্ষ ঠাকুরগাঁয়ের ফকিরভিটা গ্রামবাসীর বরাত দিয়ে জানান, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে প্রথমে শালডাঙ্গা গ্রামে প্রবেশ করে। পরে গ্রামবাসীর তাড়া খেয়ে পাশ্ববর্তী ফকিরভিটা গ্রামে চলে যায়। সেখান থেকে গ্রামবাসীর সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেটিকে উদ্ধার করেন। সেটিকে স্থানীয় বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হলে তারা দিনাজপুরের রামসাগর চিড়িয়াখানায় নিয়ে যান। ১৬ নভেম্বর বৃহস্পতিবার পর্যবেক্ষণের জন্য পার্কের একটি প্রশিক্ষিত দল দিনাজপুরে পাঠানো হয়। তারা প্রাণীটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সাফারি পার্কে রাখার বিষয়ে মতামত দেন। সেখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় নীলগাইটিকে সাফারি পার্কে আনা হয়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী পার্কে আনা বন্য প্রাণীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ১৪ দিন কোয়ারেন্টিনে রাখতে হয়। কোয়ারেন্টিনে প্রাণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। প্রয়োজন হলে কোয়ারেন্টিন সময় বৃদ্ধি করা হয়। উপযোগিতা সম্পন্ন হলে সাধারণ বেষ্টনীতে উন্মুক্ত করে দেয়া হয়।

বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় বন্য প্রাণী নীলগাই। একসময় বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় এই নীলগাইয়ের দেখা পাওয়া যেত। হরিণ বিশেষ প্রাণীটি ‘গাই’ হিসেবে পরিচিত। কিন্তু এটি আসলে গরু শ্রেণির নয়। নীলগাইয়ের গড় আয়ু সাধারণত ২১ বছর।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, নতুন আনা স্ত্রী নীলগাইটিসহ এখন এ প্রজাতির প্রাণীর সদস্য সংখ্যা ৯। এর আগেও পার্কটিতে নীলগাই প্রজাতির প্রাণী বেশ কয়েকবার বাচ্চা জন্ম দিয়েছে। বর্তমানে এদের মধ্যে সাতটি পুরুষ ও ২টি স্ত্রী রয়েছে। পর্যায়ক্রমে নীলগাইয়ের আরও বাচ্চা পাওয়া যাবে বলেও প্রত্যাশা করেন এই কর্মকর্তা। তথ্য সূত্র আরটিভি নিউজ।