News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

আবারও উৎপাদন বাড়াতে রাজি হয়েছে ওপেক প্লাস

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-06-04, 11:30am




প্রধান প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো বৈশ্বিক চাহিদা বাড়ার প্রত্যুত্তরে তাদের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তারা জুলাই মাসে প্রতিদিন ৬ লক্ষ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ব্যাপারে মতৈক্যে পৌঁছায়।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং রাশিয়া’সহ তাদের মিত্রদেশসমূহের মন্ত্রী পর্যায়ের এক ভিডিও সম্মেলনে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

ওপেক প্লাস নামে পরিচিত এই গ্রুপটি জানাচ্ছে, সদস্যরা এই নতুন চাহিদা পূরণে তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নেবে।

এই পরিমাণ হচ্ছে প্রতিদিন প্রায় ২ লক্ষ ব্যারেল, যা উৎপাদন বাড়ানোর পূর্ব পরিকল্পিত পরিমাণের চেয়ে বেশি। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।