News update
  • World Cup ticket prices to start at $60, may rise to $6,730      |     
  • Gazipur kitchen market fire under control after one hour     |     
  • 10 MNC to enter bourse; Dhaka Stock Brookers laud BSEC     |     
  • Dhaka bourse sees highest turnover in 12 months     |     
  • Xi unveils vision for equitable global governance, rejects unilateralism     |     

আগস্ট মাসে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে ওপেক প্লাস

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-07-02, 9:06am




অশোধিত তেল উৎপাদনকারী প্রধান প্রধান দেশসমূহ একথা নিশ্চিত করেছে যে তারা আগস্ট মাসে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাটি বজায় রাখবে।

ওপেক প্লাস নামে পরিচিত এই গ্রুপটি দৃশ্যত অশোধিত তেল আমদানিকারী দেশসমূহের বর্ধিত চাহিদা পূরণের জন্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাটি বজায় রেখেছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংস্থা এবং এর মিত্র দেশসমূহ যার মধ্যে রাশিয়াও অন্তর্ভুক্ত, বৃহস্পতিবার এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছে।

জুলাই মাসে বৃদ্ধির যে মাত্রা থাকবে, তা বজায় রেখে আগস্টে উৎপাদনের পরিমাণ দৈনিক ৬ লক্ষ ৪৮ হাজার ব্যারেল করে বাড়ানো হবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।