News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

উৎপাদন বাড়ানোর আভাস ওপেক প্লাসের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-06-30, 10:23am

c1e54744e553db23ff782c91383bb6aa567d8b991537eaa3-6bcdac89083d30480018c24085d683b21751257427.jpg




মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় ও আগস্ট থেকে ওপেক প্লাস তেল উৎপাদন বাড়াতে পারে এমন খবরে বিশ্ববাজারে ১ শতাংশের মতো কমেছে জ্বালানি তেলের দাম।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক বাজারে আগস্ট ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমে হয়েছে ৬৭ দশমিক ১১ ডলার। সেপ্টেম্বর চুক্তির দামও ৮৩ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৫.৯৭ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ৯৪ সেন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ, ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫৮ ডলারে।

এর আগে ১৩ জুন ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হলে এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের ওপরে উঠে যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর তা আবার কমে আসে ৬৭ ডলারে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলছেন, যুদ্ধবিরতির ফলে তেলের দামে যে ভূ-রাজনৈতিক প্রিমিয়াম ছিল, তা অনেকটাই কমে গেছে।

এদিকে, ওপেক প্লাসের চার প্রতিনিধি জানিয়েছেন, মে, জুন ও জুলাই মাসে উৎপাদন বাড়ানোর পর আগস্টে দৈনিক আরও ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদনের পরিকল্পনা আছে তাদের। আগামী ৬ জুলাইয়ের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এটি হবে উৎপাদন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পর পঞ্চম দফা বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চালু তেল রিগের সংখ্যা গত সপ্তাহে ছয়টি কমে দাঁড়িয়েছে ৪৩২টিতে, যা অক্টোবর ২০২১ সালের পর সর্বনিম্ন বলে জানিয়েছে বেকার হিউজেস।