News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

ভূমিকম্পের ঝুঁকি: তেল-গ্যাস অনুসন্ধান কূপগুলোতে খনন বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-11-23, 2:55pm

bb81b2a7aee9a88fad080d44bbd646d88c5a3d8926cf5cd4-cd791152c47a1955ac557bba6cd6ac881763888137.jpg




ভূমিকম্পের ঝুঁকির কথা বিবেচনা করে দেশের তেল-গ্যাস অনুসন্ধান কূপগুলোতে ৪৮ ঘণ্টার জন্য খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ নভেম্বর) মন্ত্রণালয় থেকে খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে এতে গ্রাহক প্রান্তে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা। ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও।

ভূমিকম্পের আতঙ্ক কাটেনি দেশবাসীর। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশেও আঘাত হানছে ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো-বার্মা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতি- এই দুই শক্তিশালী উৎসের কারণে বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে বাংলাদেশ। এর ওপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প-অসহনশীল ভবনের ছড়াছড়ি বিপর্যয়ের শঙ্কা বাড়িয়েছে আরও।