News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

আরও এলএনজি আমদানিতে দরপত্র আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2023-03-18, 8:30am

resize-350x230x0x0-image-216252-1679072678-837a6d2b10191d9bef691fbeb5a8a4b81679106647.jpg




স্পট মার্কেট থেকে আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। সেই লক্ষ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আরপিজিসিএল আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে এক কার্গো এলএনজি আমদানির দরপত্র আহ্বান করা হয়েছিল। ঠিকাদার আগামী ৬ ও ৭ এপ্রিলের মধ্যে তা সরবরাহ করবে।

আরপিজিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ কার্গো এলএনজি কেনা হচ্ছে, ফ্রান্সের বৈশ্বিক কোম্পানি টোটাল এনার্জিসের কাছ থেকে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ১৪ ডলার ৬৬ সেন্ট।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর বিশ্ববাজারে দ্রুতগতিতে বাড়তে থাকে জ্বালানি পণ্যটির দাম। ফলে তা কেনা বন্ধ করে দেয় সরকার। এখন আন্তর্জাতিক খোলাবাজারে মূল্য হ্রাস পাওয়ায় আবার এলএনজি কিনতে শুরু করেছে বাংলাদেশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।