News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

পটুয়াখালীতে সাবেক মেয়র শফিক সহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি 2024-08-23, 12:36am

img-20240822-wa0011-6e42729660a1bb452a7e4d3dd3f982981724351799.jpg

Shafique Ahmed former Mayor of Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে ১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা দায়ের করেছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে বৃহস্পতিবার (২২আগষ্ট) বিকেলে পেনাল কোড’র ৪০৯/১০৯ ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর আসামীরা হল পৌরসভার সাবেক হিসাব রক্ষক এসএম শাহিন, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান, সাবেক সহকারী প্রকৌশলী অলক সমাদ্দার, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম ও ঠিকাদার মো. শফিকুর রহমান।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে পটুয়াখালী পৌরসভাধীন পটুয়াখালী পৌর অডিটরিয়াম নির্মানের জন্য শফিকুর রহমান সর্বনি¤œ দরদাতা হওয়ায় ঠিকাদার নিযুক্ত হন। চুক্তিপত্র অনুয়ায়ী ১৮ এপ্রিল ২০১৬খ্রি. ৬ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ২৬০ টাকায় পৌর অডিটরিয়াম নির্মানের চুক্তি হয়। কার্যাদেশ অনুযায়ী কাজ বাস্তবায়নের সময়সীমা ছিল ১৮ মাস। আসামীরা পরস্পর যোগসাজশে পৌর অডিটরিয়াম নির্মান বাবদ বাস্তবায়িত কাজের চেয়ে ১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে পেনাল কোড’র ৪০৯/১০৯ ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে ’র ৪০৯/১০৯ ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বলেন, ‘গনপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের নিয়ে আমরা অডিটরিয়াম টি পরিমাপ করিয়েছি। এতে অনুসন্ধানে আমরা দেখতে পাই ‘১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার ৭০ টাকা’ অতিরিক্ত বিল ক্ষমতার অপব্যবহার করে পরিশোধ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবেন এবং এর পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ - UNB