News update
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     

মস্কোর শহরতলিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জরুরী বিভাগের

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2022-12-09, 3:49pm




রাশিয়ান দমকলকর্মীরা শুক্রবার মস্কো শহরতলির একটি শপিং সেন্টারে একটি ফুটবল পিচের আকারের বিশাল অগ্নিকান্ডের সাথে লড়াই করেছে। জরুরি পরিষেবাগুলো এ কথা  জানিয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক টেলিগ্রামে বলেছে, ‘মস্কো অঞ্চলের দমকলকর্মীরা ৭,০০০ বর্গ মিটার (৭৫,৩০০ বর্গফুট) আয়াতন এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভানোর চেষ্টা করছে।’ মস্কোর উত্তর উপশহর খিমকির মেগা খিমকি শপিং সেন্টারে এই আগুন লাগে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জরুরি পরিষেবার সূত্রের উদ্বৃতি দিয়ে বলেছে, আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ‘অগ্নিসংযোগের’ বিষয়টি সন্দেহ করা হচ্ছে।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ‘অগ্নিসংযোগের মতো ইচ্ছাকৃত কাজগুলো বিবেচনা করা হচ্ছে।’

সোশ্যাল মিডিয়ার ভিডিও গুলোতে একটি বিশাল আগুন দেখানো হয়েছে। সেখানে লোকেরা জ্বলন্ত বিল্ডিং থেকে একটি পার্কিং লটে পালিয়েছে।

মেগা খিমকি একটি বৃহৎ শপিং এবং বিনোদন কেন্দ্র,।এটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ৯টা (০৬০০ জিএমটি) পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে। তথ্য সূত্র বাসস।