Child drowning.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে লামিয়া (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লামিয়া ওই গ্রামের মো: সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, লামিয়া সবার অগোচরে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। বেলা ১১ টার দিকে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। - গোফরান পলাশ