News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

গ্রীণওয়াচ ডেক্স দূর্ঘটনা 2023-12-19, 11:42am

resize-350x230x0x0-image-252379-1702948065-4caeae1f1c95a46a411a298bc214557d1702964527.jpg




রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নির্বাপনের কাজ চলছে।

তবে আগুণ লাগার কারণ জানা যায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।