খুলনার রূপসায় সালাম জুট মিলে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টা জ্বলার পর নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।
স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে মিলের গোডাউনে আগুন দেখতে পায় তাঁরা। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি, পরে আরও ৪টি ইউনিটসহ মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
মিল মালিকের অভিযোগ, ফায়ার সার্ভিস কার্যক্রম দেরিতে শুরু করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
রাত ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ আগুনে হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ইন্ডিপেনডেন্ট নিউজ।